Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি
বিস্তারিত

চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি)

সিএসপিবি প্রকল্প, ফেইজ-২এর সংক্ষিপ্ত তথ্যঃ

প্রকল্পের নাম                          :  চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প- ফেইজ-২।

প্রকল্পের মেয়াদ কাল            : ১ জুলাই ২০১৭ হতে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত।

প্রকল্প ব্যয়      (লক্ষ টাকায়)     মোট                   :   ৪০৭৯.০০ লক্ষ টাকা।

                                     জিওবি                               :    ১৪০.০০ লক্ষ টাকা।

       প্রকল্প সাহায্য (ইউনিসেফ বাংলাদেশ)         : ৩৯৩৯.০০ লক্ষ টাকা।

প্রকল্পের  সর্বোপরি উদ্দেশ্যঃ

আগামি ২০২০ সালের মধ্যে শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও অবহেলা হ্রাসের মাধ্যমে ভারসাম্যপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা এবং উহা প্রতিকারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হবে। এ লক্ষ্যে  এই প্রকল্পের মাধ্যমে দেশের ২৬ জেলা ও ১১ সিটি কর্পোরেশন এলাকায় সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের সংস্থান রাখা হয়েছে।

প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্য:

আগামি ২০২০ সালের মধ্যে UNDAF ভূক্ত জেলার ৫ লক্ষ শিশু ও কমিউনিটির  লোকজনের জন্য শিশুবান্ধব সামাজিক সুরক্ষা কার্যক্রমের উন্নয়ন ও ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি হবে ।

নিম্নলিখিত কার্যক্রমের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য অর্জিত হবে:

  • পিতৃ-মাতৃহীন ও সামাজিক সুবিধাবঞ্চিত শিশুকে শর্তযুক্ত অর্থ সহায়তা (CCT) প্রদান।
  • চাইল্ড হেল্পলাইন-১০৯৮  ওরিয়েন্টেশন সভা ।
  • শিশু আইন-২০১৩ এর উপর প্রশিক্ষণ।
  • সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা ও সমাজকর্মীকে মৌলিক সমাজসেবা প্রশিক্ষণ (BSST) ও পেশাগত সমাজসেবা প্রশিক্ষণ (PSST) প্রদান ।
  • সোস্যাল ওয়ার্কার,  সমাজসেবা অফিসার, প্রবেশন অফিসার ও শিশুকল্যাণ বোর্ডের সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করণ প্রশিক্ষণ।
  • কেস ম্যানেজমেন্টের মাধ্যমে ঝুঁকিপূর্ণ শিশুদের প্রাথমিক নির্বাচন।
  • সফটওয়্যার তৈরী ও উন্নয়ন।
  • প্রতিবন্ধি বান্ধব সেবার বিকাশ ঘটানো।
  • প্রতিষ্ঠানের সেবার মানের উন্নয়ন ঘটানো।

 

 

প্রকল্পের কর্ম এলাকাঃ

বাংলাদেশের ২৬ টি জেলার ৫২টি উপজেলা, ১১টি সিটি কর্পোরেশন, ২টি এ্যংক্লাভ (Enclave)  এরিয়া ২৫টি সরকারী প্রতিষ্ঠান প্রকল্প এলাকার অন্তর্ভূক্ত করা হয়েছে।

সিএসপিবি প্রকল্পের প্রেক্ষাপট

সামাজিক সুবিধাবঞ্চিত শিশু, বিশেষ করে পথ শিশুদের সুবিধা প্রদানের লক্ষ্যে ১৯৯৯ সালের এপ্রিল মাস হতে UNDP’র  অর্থায়নে ARISE (Appropriate Resources for Improving Street Children’s Environment) প্রকল্পের যাত্রা শুরু হয়ে মার্চ ২০০৭ সালে সমাপ্ত হয়েছে। পরবর্তীতে UNICEF বাংলাদেশের অর্থায়নে PCAR ( Protection of Children at Risk)  প্রকল্প ১ এপ্রিল ২০০৭ হতে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০১১ তারিখে সমাপ্ত হয়।এরই ধারাবিাহকতায়  সিএসপিবি প্রকল্প, ফেইজ- ১, ১লা জানুয়ারি ২০১২ হতে শুরু হয়ে ৩০জুন ২০১৭ তারিখে  সমাপ্ত হয়েছে এর পর সিএসপিবি প্রকল্প, ফেইজ ২, ১ জুলাই ২০১৭ হতে ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত মেয়াদের জন্য সমাজকল্যাণ  মন্ত্রণালয় কর্তৃক ২৫/০২/২০১৮ ইং তারিখে  অনুমোদিত হয়েছে ।

চাইল্ড হেল্পলাইন-১০৯৮ এর প্রেক্ষাপট:

শিশুআইন ২০১৩ অনুসারে শিশু অধিকার ও শিশুর সামাজিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ এর আর্থিক ও কারিগরি সহায়তায় সারাদেশব্যাপী চাইল্ড হেল্পলাইন ১০৯৮ এর কার্যক্রম গত ডিসেম্বর ২০১৫ তারিখ থেকে শুরু হয়েছে। সমাজসেবা অধিদফতরের ৮ম তলায় চাইল্ড হেল্পলাইন এর কেন্দ্রিয় কল সেন্টার স্থাপন করা হয়েছে। সরকারি ও সাপ্তাহিক ছুটিরদিন সহ ২৪ ঘণ্টা কল সেন্টারটির কার্যক্রম চালু থাকে।

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ অক্টোবর ২০১৬ সালে চাইল্ড হেল্পলাইন-১০৯৮ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রকল্পের কাজের সংক্ষিপ্ত অগ্রগতি:

ক্রমিক নং

কাজের বিবরণ

পূর্ববর্তী মাস পর্যন্ত অগ্রগতি (জুলাই ২০১৭ থেকে নভেম্বর ২০১৯)

বর্তমান মাসে অগ্রগতি (ডিসেম্বর ২০১৯)

মোট অগ্রগতি

মন্তব্য

০১

কেস ম্যানেজমেন্ট ফরম সহজীকরণ/ সিম্পিলিফিকেশন

-

সম্পন্ন হয়েছে

সম্পন্ন হয়েছে

 

০২

ওয়েববেজ অনলাইন কেস ম্যানেজমেন্ট ডাটাবেজ তৈরী

চলমান আছে

চলমান আছে

চলমান আছে

 

০৩

শর্তযুক্ত অর্থসহায়তা প্রদানের গাইডলাইন রিভিউ:

-

সম্পন্ন হয়েছে

সম্পন্ন হয়েছে

 

০৪

চাইল্ড হেল্পলাইন-১০৯৮ স্ট্যান্ডা্র্ড অপারেশনাল গাইডলাইন তৈরী

-

সম্পন্ন হয়েছে

সম্পন্ন হয়েছে

 

০৫

জেলা ও উপজেলা শিশুকল্যাণ বোর্ড মিটিং আয়োজন

২৬৪

-

২৬৪

 

০৬

মাসিক কেস কনফারেন্স সভা আয়োজন

৩৮৮

৮৬

৪৭৪

 

০৭

বিএসএসটিপ্রশিক্ষণ প্রদান 

৩০০

-

৩০০

 

০৮

পিএসএসটি প্রশিক্ষণ প্রদান 

২৭০

চলমান

২৭০

 

০৯

কেস ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ

২৯২

-

২৯২

 

১০

শিশু আইন-২০১৩ বিষয়ক প্রশিক্ষণ

২২

-

২২

 

১১

চাইল্ড হেল্পলাইন-১০৯৮ বিষয়ক সচেতনামূলক সভা

৬৪৮

-

৬৪৮

 

১২

শর্তযুক্ত অর্থ সহায়তা প্রদান

১৬৮৮

-

১৬৮৮

 

১৩

সহযোগী সংস্থার মাধ্যমে সহায়তা

১৫৩৭৪

২১০

১৫৫৮৪

 

১৪

চাইল্ড হেল্পলাইন-১০৯৮

 

 

 

 

১৪.০১

সর্বমোট কল গ্রহণ

২৮৯৫৬৫

৭৪০২

২৯৬৯৬৭

 

১৪.০২

বাল্য বিবাহ বন্ধ

১৮৭০

৩১

১৯০১

 

১৪.০৩

বিদ্যালয় সম্পর্কিত

৩৮৬০

৭৮

৩৯৩৮

 

১৪.০৪

শিশু নির্যাতন সম্পর্কিত

২৬৪৭

৪৬

২৬৯৩

 

১৪.০৫

আইনী সহায়তায় সহযোগীতা

১২৮৪৭

১৫৭

১৩০০৪

 

১৪.০৬

বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান

১৮৩৮২৫

৫১৯৪

১৮৯০১৯

 

১৫.০৭

বিভিন্ন সরকারী,বেসরকারী সংস্থা ও পতিষ্ঠানের সাথে সেবা গ্রহণের জন্য যোগযোগ/ লিংক করিয়ে দেয়া

১৫৬০৯

৪২০

১৬০২৯

 

১০.০৮

 কাউন্সিলিং সেবা প্রদান

৪৬৮০

১১০

৪৭৯০

 

 

প্রকল্পের জনবল:

বিবরণ

অনুমোদিত ঞঅচচ  অনুযায়ী প্রকল্পের মোট জনবল

বর্তমানে প্রকল্পে কর্মরত মোট জনবল

জনবলের ধরন

জাতীয় প্রকল্প পরিচালক      ( গ্রেড-৩)

১ জন

১ জন

জিওবি

সহকারী পরিচালক              ( গ্রেড-৯)

১ জন

১ জন

জিওবি

প্রকল্পের হেড অফিস স্টাফ

১০ জন

১০ জন

প্রকল্প স্টাফ

চাইল্ড হেল্পলাইন সেল

১৮ জন

১৮ জন

প্রকল্প স্টাফ

 সমাজকর্মী

৪৮ জন

৪৬ জন

প্রকল্প স্টাফ

সাইকোসোস্যাল কাউন্সেলর

৬ জন

৬ জন

প্রকল্প স্টাফ

মোট

৮৪ জন

৮২ জন